বিষন্নতার ওষুধের ব্যবহার বাড়ছে ধনী দেশে
ধনী দেশগুলোতে বিষন্নতা প্রতিরোধক ওষুধের ব্যবহার বাড়ছে। গত এক দশকে এ হার দ্বিগুণ হয়েছে বলে এক তথ্যে জানিয়েছে, ‘অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো অপারেশন এন্ড ডেভেলপমেন্ট’ (ওইসিডি)। পরিসংখ্যানে দেখা গেছে, কোনো কোনো দেশে ডাক্তারা প্রাপ্তবয়স্ক ১০ জনে একজনেরও বেশি মানুষের চিকিৎসায় বিষন্নতা প্রতিষেধক দিচ্ছেন। আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য ইউরোপীয় নরডিক দেশগুলোতে এ হার তুলনামূলকভাবে বেশি। অন্যান্য উপাত্তে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ১০ শতাংশের বেশি মার্কিনী বিষণ্নতা প্রতিরোধী...
Posted Under : Health News
Viewed#: 15
See details.

